বিকাল ৪:২৩, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিপণ না দিয়েই সন্ত্রাসীদের কাছ থেকে ১৩৭ জনকে উদ্ধার করল নাইজেরিয়া সেনাবাহিনী 

আজকের সারাদেশ প্রতিবেদন:

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বিদ্যালয় থেকে গত ৭ মার্চ অপহৃত প্রায় ২৮৭ শিক্ষার্থীর মধ্য থেকে ১৩৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। তাদের মধ্যে ৭৬ জন মেয়ে এবং ৬১ জন ছেলে শিক্ষার্থী।

রোববার (২৪ মার্চ) কাদুনা রাজ্যের গভর্নরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করে।

অপহৃতদের মুক্তির বিনিময়ে ৬ লাখ ৯০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছিল সন্ত্রাসীদলটি। কিন্তু তাদের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার কয়েক দিন আগেই অপহৃতদের উদ্ধার করা হলো।

কাদুনার গভর্নর উবা সানি এর আগে বলেছিলেন অপহৃতদের সংখ্যা ছিল দুইশর উপরে। কিন্তু বর্তমানে উদ্ধারকৃতদের যে সংখ্যা বলা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে, আরও কোনো শিক্ষার্থী জিম্মি রয়ে গেছে কিনা তা স্পষ্ট নয়। কুড়িগার কয়েকজন প্রবীণ জানান, সানি তাদের বলেছেন সব জিম্মি মুক্ত করা হয়েছে।

অপহৃত শিক্ষার্থীদের পিতামাতাদের মুখপাত্র জিবরিন আমিনু বলেছেন, শিক্ষার্থীদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার পর সঠিক সংখ্যা জানা যাবে।  

এ মাসের শুরুতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুরিগা থেকে ২৮৭ জনের বেশি স্কুলশিক্ষার্থী অপহরণের শিকার হন। সে সময় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৭ শিক্ষার্থী এবং স্থানীয় প্রাইমারি স্কুলের ১২৫ শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ২৫ জন ফিরে আসে।

এছাড়া দেশটির কাদুনা রাজ্যের কাজুরু এলাকায় একটি গ্রাম থেকে গত ১৭ মার্চ আরও ৮৭ জনকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারীরা। পুলিশ জানিয়েছে, অপহৃতদের মধ্যে নারী ও শিশুও আছে।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু