সকাল ৬:২১, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাবা শরীফে সেলফি-ভিডিওতে ব্যস্ত হাজীরা, যা বললেন ইমাম

আজকের সারাদেশ প্রতিবেদন:
মুসলমানদের জন্য মক্কার কাবা শরীফ সর্বোচ্চ পবিত্রতম স্থান। এরপরই রয়েছে মদিনার মসজিদে নববী। মাহে রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কা ও মদিনায় ভিড় করেন মুসল্লিরা। মুহূর্তটি স্মরণীয় করে রাখতে তাদের অনেকেই মোবাইল ফোনে সেলফি তোলেন এবং ভিডিও করেন।

এ বছর মুসল্লিরা আগের তুলনায় অনেক বেশি ছবি তোলা এবং ভিডিও করায় ব্যস্ত বলে জানতে পেরেছেন কাবার গ্র্যান্ড ইমাম। তাই কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস সুদাইস তাদের‍ ‘সময় ও ইসলামের পবিত্র স্থানগুলোর মূল্য দিতে’ বলেছেন। খবর দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের।

গ্র্যান্ড মসজিদের ইমামের পাশাপাশি দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্টের দায়িত্বেও রয়েছেন আব্দুর রহমান আস সুদাইস। তিনি জানান, কাবা শরীফ ও মসজিদে নববীতে আরও বেশি ধর্মীয় আলোচনা এবং ধর্ম বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা হবে।

গত ১১ মার্চ সৌদিতে পবিত্র রমজান শুরু হয়। এরপর থেকে গত ১৩ দিনে কাবা শরীফের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন ৭৫ লাখ মুসল্লি। অপরদিকে একই সময়ে মসজিদে নববীতে যান এক কোটি মুসল্লি। মানুষের ভিড় বেশি থাকায় এবারের রমজানে একজন ব্যক্তিকে শুধু একবারই ওমরাহ করার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ভিড় কমাতে স্থানীয় বাসিন্দাদের গ্র্যান্ড মসজিদ এড়িয়ে চলতে বলা হয়েছে।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি