বিকাল ৪:১৩, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সেবা বাদ দিয়ে নতুন ভিসি বরণে নাচগানে ব্যস্ত বঙ্গবন্ধু মেডিকেলের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের সারাদেশ প্রতিবেদন:
মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করানোর পাশাপাশি প্রধান কাজ হলো চিকিৎসা সেবা দেওয়া। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসা সেবা না দিয়ে নতুন উপাচার্য নিয়োগের উৎসবে মেতেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে উপাচার্য হিসাবে নতুন দায়িত্ব নেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।

এসময় নতুন উপাচার্যকে রাজসিক সংবর্ধনা দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।

এদিন নতুন উপাচার্যকে বরণে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে শুরু হয় বর্ণাঢ্য আয়োজন। উপাচার্যকে বরণে কেউ এসেছেন ফুলের মালা হাতে, কেউ এসেছেন বাহারি ফুলের সমন্বয়ে সাজানো ফুলের তোড়া হাতে। এ সময় অনেকেই নাচছেন ব্যান্ড পার্টির ঢাক-ঢোলের তালে তালে।

সরেজমিন দেখা যায়, সকাল ১০টা থেকেই চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফুলের মালা নিয়ে জড়ো হতে থাকেন। ক্যাম্পাসে নতুন উপাচার্যকে বরণ করতে সবার ভেতর উদ্দীপনা কাজ করছে। সবাই ফুল হাতে নিয়ে অপেক্ষা করছেন নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য। রেডি রাখা হয়েছে ব্যান্ড পার্টিকেও। এসময় অনেকই ব্যান্ড পার্টির ঢাক-ঢোলের তাল মিলিয়ে নেচেছেন।

এর আগে বেলা ১২টা ১৫ মিনিটের দিকে স্বপরিবারে ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন ডা. দীন মোহাম্মদ নূরুল হক। এসময় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

দেশের সবচেয়ে বড় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটিতে তিন বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে আজ বিদায় নিলেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ। গত ১১ মার্চ বিএসএমএমইউর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু