সকাল ৬:৫৮, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বুয়েটে যদি আবার রাজনীতি ফিরে, তা হবে আবরার ফাহাদকে দ্বিতীয়বার হত্যার শামিল’

আজকের সারাদেশ প্রতিবেদন:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) যদি আবার ছাত্ররাজনীতি ফিরে, তাহলে সেটা হবে আবরার ফাহাদকে দ্বিতীয়বার হত্যা করার শামিল- এমন মন্তব্য করেছেন আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ।

ফাইয়াজ বলেন, এত কিছুর পরও যদি এই ক্যাম্পাসে রাজনীতি ব্যাক করে, তাহলে পরে কাউকে মারলেও কোনো প্রতিবাদ হবে না।

এর আগে ২০১৯ সালের ৭ অক্টোবর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপরই ছাত্রদের তীব্র আন্দোলন ও দাবির প্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্ররাজনীতি। তবে সম্প্রতি একটি রিট আবেদনের পর গত সোমবার (১ এপ্রিল) সেই ঘোষণা স্থগিত করে হাইকোর্ট।

এরপর মঙ্গলবার থেকে বুয়েটে ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বুয়েটে তাদের নতুন রাজনীতি হবে সেশনজট, র‍্যাগিং-বুলিং, দখল-বাণিজ্য ও হত্যা-সন্ত্রাস বিরোধী রাজনীতি।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ফের রাজনীতি চালু হলে আর ক্লাস-পরীক্ষায় ফিরবেন না তারা। বুয়েটের শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে সরব হয়ে উঠেছেন সাবেক শিক্ষক-শিক্ষার্থীরাও।

তবে গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আধুনিক নিয়মতান্ত্রিক ধারার ছাত্ররাজনীতির সূচনা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট থেকেই শুরু হতে যাচ্ছে।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত