আজকের সারাদেশ প্রতিবেদন:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের যুব সংগঠক মোহাম্মদ তালেব আলীর উদ্যোগে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন।
এতে প্রধান আলোচক ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দীন। এসময় প্রায় ২০০ মানুষের মাঝে ৫ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাকু, সহ-সম্পাদক ফেরদৌস আহমেদ, সদস্য মোক্তার হোসেন আরিফ প্রমুখ।
আজকের সারাদেশ/এমএইচ