আজকের সারাদেশ প্রতিবেদন:
ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ‘জঘন্য’ এবং ‘ভয়ঙ্কর’ ভিডিও প্রকাশ করার জন্য দেশটির সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় জনসমর্থনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলেও সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেছেন, অঞ্চলটিতে ইসরায়েলের চালানো ধ্ব্ংসযজ্ঞের দুঃখজনক চিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইসরায়েল এ যুদ্ধে হেরে যাচ্ছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রক্ষণশীল রেডিও হোস্ট হিউ হিউইটকে দেয়া সাক্ষাত্কারে এ কথা বলেছেন ট্রাম্প। খবর রয়টার্স।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ভিডিওগুলো প্রকাশ হওয়ার কারণে মানুষ মনে করছে ‘ওই ভবনগুলোতে অনেক বাসিন্দা ছিল। আমি জানি না তারা কেন এ সব ভিডিও প্রকাশ করেছে।’
ভিডিওগুলোর বিষয়ে তিনি বলেন, ‘আমার ধারণা, ইসরায়েল মনে করছে এগুলো তাদের শক্তিশালী দেখায়। তবে আমার কাছে এগুলো তাদের শক্তিশালী দেখায় মনে হয় না। তারা জনসমর্থনের দিক দিয়ে এ যুদ্ধে হেরে যাচ্ছে। তারা এটি খুব খারাপভাবে হারছে। তবে তারা যা শুরু করেছে তা শেষ করতে হবে এবং তাদের খুব শিগগিরই তা করতে হবে।’
সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় তিনি এখনও ইসরায়েলকে ‘শত ভাগ’ সমর্থন করেন কিনা। জবাবে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেছিলেন, ইসরায়েলের উচিত ‘শিগগিরই যুদ্ধ শেষ’ করা এবং ‘স্বাভাবিক অবস্থায় ফিরে আসা’।
আজকের সারাদেশ/একে