সকাল ৯:৩৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্মাণ হচ্ছে ‘চট্টগ্রাম নৌকা জাদুঘর’, থাকবে ১৭ ধরনের নৌকা

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে হাজার বছরের নৌ-ঐতিহ্য সমৃদ্ধ ‘চট্টগ্রাম নৌকা জাদুঘর’ নির্মাণেন কাজ শুরু হচ্ছে। গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ লক্ষে সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ১৭টি নৌকা সংগ্রহ বা রেপ্লিকা তৈরি করা হয়েছে।

এই জাদুঘরটিতে কেবলমাত্র নৌকাই নয় বরং নৌকার দাঁড়, গুণ, পাল ইত্যাদিও রাখা হবে। একটি থ্রি-ডি থিয়েটার থাকবে, যেখানে সমুদ্রগামী নাবিকদের ঝড়-জলোচ্ছ্বাসে কী ধরনের অভিজ্ঞতা ও অনুভূতি হয় সেটি তুলে ধরা হবে। 

জাদুঘরে যেসব নৌকা থাকবে সেগুলো হলো— চট্টগ্রামের সাম্পান (বড়); যা ৮ ফিট। সাম্পান (ছোট); যা ২৫ ফিট, শুলুক ২০ ফিট। রাজশাহীর পানসি; যা ৮ ফিট, জোড়া নৌকা ৮ ফিট। কক্সবাজারের চাঁদ নৌকা; যা ৩ ফিট, ফিশিং ট্রলার ২৫ ফিট। কিশোরগঞ্জের গয়না; যা ৮ ফিট। গাইবান্ধার ফেটি; যা ৮ ফিট। ফরিদপুরের বিক; যা ২৫ ফিট। রংপুরের বাশের ভেলা; যা ১২ ফিট। সাভারের ডিংগি; যা ৮ ফিট, ময়মনসিংহের ময়ূরপংখী; যা ৩ ফিট। চাঁদপুরের ঘাসি; যা ৩ ফিট। পাবনার মালার; যা ২০ ফিট। তালের ডোংগা; যা ১২ ফিট।

এগুলোর বাইরে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী আরও নৌকা থাকতে পারে। সেগুলোও সংগ্রহের কাজ চলছে।  এসব নৌকাগুলোর বাইরে নৌকা থাকলে সেগুলোর ছবি ও সন্ধান চট্টগ্রাম প্রশাসনকে দিতে বলা হয়েছে।

আজকের সারাদেশ/ইই/এমএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি