ভোর ৫:৪৩, মঙ্গলবার, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্মিদের ফিরিয়ে আনতে বিক্ষোভে উত্তাল তেল আবিব

আজকের সারাদেশ প্রতিবেদন:

হামাসের হাতে গাজায় জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনতে অন্তত এক লাখ মানুষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

গতকাল শনিবার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হামাসের হাতে জিম্মি ইলাদ কাতজিরের মৃতদেহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উদ্ধারের পর তেল আবিব ও অন্যান্য শহরেও বিক্ষোভ শুরু হয়।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ‘এখনই নির্বাচন’ এবং ‘ইলাদ, আমরা দুঃখিত’ বলে স্লোগান দিচ্ছিলো। পরে পুলিশ জোরপূর্বক তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গত ৭ ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার সময় ইলাদ কাতজিরকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। গতকাল শনিবার আইডিএফ তাঁর মৃতদেহ উদ্ধার করেছে।

জানুয়ারিতে জিম্মিদের নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে তাকে জীবিত দেখা গিয়েছিলো। গাজায় হামাসের হামলার ঠিক ছয় মাসের মাথায় রোববার এই নৃশংস যুদ্ধ অবসানে একটি ‘যুদ্ধবিরতি’তে পৌঁছাতে মিসরে বৈঠক করার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ