আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম মহানগরীর হালিশহরের বড়পোল কাচাবাজারের নিকট মহেশখালে পরিবেশের ক্ষতি করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলায় একজনকে ১২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৮ এপ্রিল) চট্টগ্রাম আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে এই আদালত পরিচালনা করেন৷
এসময় অভিযানকালে খালের আশপাশ ও বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় জনসাধারণের মধ্যে প্রচারণা চালানো হয়। এছাড়া সিটি কর্পোরেশন এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্যও বলা হয়।
আজকের সারাদেশ/ইই/এমএইচ