আজকের সারাদেশ প্রতিবেদন:
রাজধানী ঢাকার সদরঘাটে রশি ছিঁড়ে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জনআহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্যমতে, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এতে যাত্রীরা আহত হন। সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সযোগে আহতদের মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেয়া হয়। পরে তারা মারা।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠিন করা হবে।
ঢাকা নদীবন্দর ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল। হঠাৎ রশি ছিঁড়ে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
আজকের সারাদেশ/জেএম