আজকের সারাদেশ প্রতিবেদন:
সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে বিমান হামলার জবাবে গতরাতে ইরান ইসরাইলি ভূখণ্ডে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা সমর্থন করে বক্তব্য দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন।
শনিবার রাতে নিউ ইয়র্কে প্রকাশিত এক বিবৃতিতে ওই মিশন বলেছে, “দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় ইহুদিবাদী সরকারের আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী সম্পূর্ণ বৈধ।”
বিবৃতিতে বলা হয়, “প্রতিশোধমূলক হামলাটিকে সমাপ্তিমূলক বলে ধরে নিতে হবে।”
জাতিসংঘে নিযুক্ত ইরান মিশন একইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, যদি ইসরাইল সরকার আরেকটি ভুল করে তাহলে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে ‘উল্লেখযোগ্য মাত্রায় ভয়ঙ্করতর।’
বিবৃতির শেষাংশে বলা হয়েছে, এই সংঘাত হচ্ছে ইরান ও দখলদার ইসরাইল সরকারের মধ্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেন এ সংঘাত থেকে নিজেকে দূরে রাখে।