বিকাল ৪:০৫, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিপণ পেয়ে দস্যুদের নেতা বলল, অল দ্য বেস্ট

আজকের সারাদেশ প্রতিবেদন:

মুক্ত হওয়ার আগে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহতে সর্বশেষ অবস্থান করছিল ৬৫ জন সোমালিয়ান জলদস্যু। মুক্তিপণ পাওয়ার পর এই দস্যুরা গভীর রাতে ৯টি বোটে জাহাজ ছেড়ে চলে যায়। তার আগে অবশ্য তাদের দলনেতা সোমালিয়ার ভাষায় লেখা একটি চিঠি জাহাজটির মালিকপক্ষকে দেয়। মূলত ওই চিঠিটা অনেকটা অনাপত্তি সনদের (এনওসি) মতো।

সেই চিঠিতে কি লেখা ছিল সেটিও জানিয়েছেন এমভি আবদুল্লাহর মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। তিনি বলেন, ‘মুক্ত হওয়ার পর জাহাজটি আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়েছে। তবে সোমালিয়ার উপকূল ছেড়ে আসতে অন্তত তিনদিন সময় লাগতে পারে। দস্যুদের দলনেতা সোমালিয়ার ভাষায় যে চিঠি দিয়েছে সেটিতে মূলত দুবাই পৌঁছা পর্যন্ত আর কোনো দস্যুগ্রুপ জাহাজটিকে আক্রান্ত করবে না সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে। লিখেছে, তোমরা সেফটি চলে যেতে পারবা। দুবাই পর্যন্ত আর কোনো অ্যাটাকের শিকার হবে না।’

মুক্তিপণের অর্থ বুঝিয়ে নেওয়ার পর সোমালিয়ার সময় শনিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টা ৮ মিনিট) জাহাজটি থেকে নেমে যায় দস্যুরা। এর প্রায় ৮ ঘণ্টা আগে ছোট উড়োজাহাজে করে তাদের চাহিদা অনুযায়ী ডলার তিনটি ব্যাগে নদীতে ফেলা হয়। সেই ব্যাগগুলো পানি থেকে সংগ্রহ করে আগে থেকেই সেখানে দুটি স্পিড বোটে অবস্থান করা দস্যুরা।

মুক্তিপণের অঙ্ক বুঝে পাওয়ার পর কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিমের সঙ্গে কথা বলে দস্যুদের দলনেতা। সর্বশেষ কি কথা হয়েছিল তা জানতে চাইলে মেহেরুল করিম বলেন, ‘ও আমাকে বলল অল দ্য বেস্ট। আমিও বললাম আল্লাহ হাফেজ। আর বললাম তোমরা যত তাড়াতাড়ি জাহাজ থেকে নেমে পড়বা, তত দ্রুত নাবিকেরা ফিরতে পারবে।’ অবশ্য এরপরও প্রায় ৮ ঘণ্টা জাহাজে ছিল নাবিকেরা। গভীর রাতেই তারা জাহাজ ছেড়ে চলে যায়। ধারণা করা হচ্ছে, জলে-স্থলে নজরদারি এড়াতেই জাহাজ ছেড়ে যাওয়ার উপযুক্ত সময় হিসেবে গভীর রাতকে বেছে নেয়। কেননা মুক্তিপণের অর্থ পরিশোধের সময় জিম্মি জাহাজটির অদূরে ছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ। আবার স্থলভাগে ছিল সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশেরও টহল ছিল।

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু