সন্ধ্যা ৭:০৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ৫

আজকের সারাদেশ প্রতিবেদন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর শুক্কর (৫০), মৃত জুহুর আহমদের ছেলে মোহাম্মদ ছলিম (৪০), আবুল হাশেমের ছেলে ইকবাল হোসেন (৪০), নাদির হোছেনের ছেলে মোহাম্মদ রশিদ (৩৫) ও মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর শুক্কুর প্রকাশ পেঠান শরীফ (৩৫)। এরা সবাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার দুপুরে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ সোমবার (১৫ এপ্রিল) কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ১৩ এপ্রিল (শনিবার) রাত দশটার সময় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব ও এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করে। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি