আজকের সারাদেশ প্রতিবেদন
ইরানের নজিরবিহীন হামলার ঘটনার পর জবাব দিতে ছটফট করছে ইসরায়েল। ১৩ এপ্রিলের সেই হামলার পর এবার ইরানে সীমিত আকারে হামলা চালাতে চায় দেশটি। এরইমধ্যে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বিষয়টি অনুমোদনও করেছে। তবে কখন কিভাবে হামলা চালানো হবে তা এখনো খোলাসা করেনি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা গোয়েন্দা তথ্য সম্পর্কে জিনি জানেন তিনি এসব কথা জানিয়েছেন সিএনএনকে।
ইসরায়েল মনে করে ইরানের হামলার জবাব সামরিকভাবেই দেয়া দরকার। তাই ছোট ও সীমিত আকারে হামলার ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ বিষয়ে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে এখনও কিছুই জানায়নি ইসরায়েল। তবে কোথায় ও কিভাবে হামলা চালানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ইসরায়েলে মন্ত্রিসভা।
আজ বুধবার এ নিয়ে ষষ্ঠবার বসবে মন্ত্রী সভা। তবে যুক্তরাষ্ট্র মনে করে ইসরায়েল হামলার আগে তাদেরকে সতর্কবার্ত দেবে। আর তারা এও মনে করে ইসরায়েল কোনো প্রতিক্রিয়া না দেখালে বিষয়টি এখানেই শেষ হবে। কিন্তু ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে অন্যান্য পাল্টাপাল্টি ঘটনার সম্ভাবনার দুয়াল খুলে যাবে। এবং সেটির পরিণতি ভয়াবহ হতে পারে বলে শঙ্কা যুক্তরাষ্ট্রের।
এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে সেখানে থাকা ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে ১৩ এপ্রিল ইসরায়েলে ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা করে ইরান।