আজকের সারাদেশ প্রতিবেদন:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশি অবান্তর কথা বলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজের ১২ বছর পূর্তিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় রিজভী বলেন, বিনা ভোটের সরকার অসংখ্য মানুষকে গুম খুন ও অপহরণ করেছে। জাতিসংঘ গুমের একটি তালিকা দিয়েছিল। সরকার এর কোনো জবাব দিতে পারেনি।
তিনি আরও বলেন, “ওবায়দুল কাদের বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার যে তালিকা চেয়েছেন, তা সরকারের কাছেই আছে।“ রিজভী বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে তারস্বরে চিৎকার করেছেন। ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চেয়েছেন? এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল। আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে। আইন আদালত থানা-পুলিশ তো আপনাদের কবজায়।
এসময় রিজভী ওবায়দুল কাদেরকে বলেন,”ওবায়দুল কাদের সাহেবের স্নায় শিথিল, মস্তিষ্ক অলস ও হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি বেশি অবান্তর কথা বলেন। “
২০১২ সালে ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানীর ২ নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে তুলে নিয়ে যায় বলে উল্লেখ করেন রিজভী।
আজকের সারাদেশ/এসআর/এমএইচ