বিকাল ৫:৩৮, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অবসরের ১৫ বছর পর ফুটবলে ফিরছেন ৫৮ বছর বয়সী রোমারিও

আজকের সারাদেশ প্রতিবেদন:

১৯৯৪ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও ১৫ বছর আগে অবসরে গিয়েছেন। ৫৮ বছর বয়সী এই ফুটবলার আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন।

আমেরিকা আরজে ক্লাবের হয়ে এই বছরই চুক্তিবদ্ধ হয়েছেন রোমারিওর ছেলে রোমারিনহো। ছেলের সঙ্গে খেলতেই ১৫ বছর পর অবসর ভেঙে ফেরার পরিকল্পনা করেছেন রোমারিও। ব্রাজিলের সাবেক এই ফুটবলার গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন খেলোয়াড় হিসেবে।

আমেরিকা আরজে ক্লাবের হয়ে ২০০৯ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন রোমারিও। ব্রাজিলের হয়ে বিশ্বজয়ী এই ফুটবলার চলতি বছরের জানুয়ারিতেই হয়েছেন এই ক্লাবের সভাপতি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৯৯৪ কিংবদন্তি লিখেছেন, ‘চ্যাম্পিয়নশিপে পুরোপুরি খেলব না। তবে আমার ভালোবাসার দল মেকাওয়ের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে চাই। আমি আরও একটি স্বপ্ন পূরণ করতে চাই। আমি আমার ছেলের সঙ্গে খেলতে চাই।’

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোমারিও আছেন চার নাম্বারে। আন্তর্জাতিক ফুটবলে ৭১ ম্যাচ খেলে তিনি ৫৫ গোল করেছেন। ৭৯ গোল নিয়ে ব্রাজিলের জার্সিতে নেইমার আছেন সবার ওপরে। ৭৭ ও ৬২ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুই ও তিনে আছেন পেলে ও রোনালদো।

আজকের সারাদেশ/জেসি/এমএইচ

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু