বিকাল ৪:৩০, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হকার হটানোর পর এবার ব্যাটারি রিকশা বন্ধে অ্যাকশনের ঘোষণা মেয়রের

আজকের সারাদেশ প্রতিবেদন:

হকার উচ্ছেদ এবং ফুটপাত উদ্ধার কার্যক্রম শেষ হলে পরবর্তীতে ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। পাশাপাশি শহর নোংরাকারীদের বিরুদ্ধেও অভিযান শুরুর কথা জানান মেয়র।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) লালদিঘী পাড়ে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সম্মেলন কক্ষে চসিকের ৩৯তম সাধারণ সভায় এ ঘোষণা দেন তিনি।

সভাপতির বক্তব্যে মেয়র রেজাউল বলেন, নগরবাসী রাস্তায় নিরাপদে হাটার অধিকার ফিরিয়ে দিতে নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছি। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। উচ্ছেদ কার্যক্রমকে ব্যর্থ করতে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে। তবে, ঢাকার একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে চট্টগ্রমের সাধারণ মানুষ সবাই উচ্ছেদ অভিযানে খুশি। ঈদের সময় একটু নমনীয়তা দেখিয়েছি। এখন আবারো ফুটপাত-সড়ক উদ্ধারে অভিযান চলবে।

“অভিযানে সংশ্লিষ্ট আরো অন্যান্য সরকারি সংস্থার সম্পৃক্ততা বাড়াতে যোগাযোগ চলছে। একবার উচ্ছেদের পর পুনর্দখল ঠেকাতে মনিটরিং কার্যক্রম জোরদারে পদক্ষেপ নেয়া হবে’— বলেন মেয়র রেজাউল।

শহর ‘নোংরাকারীদের’ ধরতে ডেডিকেটেড ম্যাজিস্ট্রেট:

সভায় মেয়র জানান, একজন ডেডিকেটেড ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে, যার কাজ হবে শুধু যাদের বাসা-দোকান-অফিসের সাথে ময়লা পাওয়া যাবে তাদের জরিমানা করা। এ কাজে পুলিশ, র‌্যাব, সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

হকার হটিয়ে টার্গেট ব্যাটারি রিকশা:

ফুটপাত উদ্ধার কার্যক্রম শেষ হলে পরবর্তীতে ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে অভিযান চালানোর কথা জানিয়েছেন মেয়র। সভায় একাধিক কাউন্সিলর ব্যাটারি রিকশার তিক্ততার কথা তুলে ধরলে প্রত্যুত্তরে মেয়র এ কথা জানান।

হকাররা যাতে বিদ্যুৎ সংযোগ না পায় সতর্ক পিডিবি:

নগরের ফুটপাতে অবৈধ দোকানদারা যাতে বিদ্যুৎ সংযোগ না পায় সেদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সতর্ক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু মুসা। সভায় তিনি এ কথা জানালেও ফুটপাতে গেড়ে বসা সব দোকানে দোকানে অবৈধ সংযোগ। এ ছাড়া পিডিবির পোলে ডিশ ও ইন্টারনেটের লাইন অপসারণের বিষয়েও পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

হকাররা ফের ফুটপাতে, মামলার তদন্ত চলছে— জানাল পুলিশ:

চট্টগ্রাম সিটি করপোরেশনের উচ্ছেদের পরও হকাররা ফের নিউমার্কেট, তামাকুমুণ্ডি এলাকায় হকাররা ফের ফুটপাত, সড়ক দখল করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) নোবেল চাকমা। এ সময় তিনি ফের উচ্ছেদ অভিযান চালানোর যেতে পারে বলে মত দেন।

হকার উচ্ছেদে দুটি মামলার একটির চার্জশিট দেওয়া হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, নিউমার্কেট মোড়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে হামলার ঘটনায় দুটি মামলা হয়। এর মধ্যে দ্রুত বিচার আইনে হওয়া মামলাটির চার্জশীট দেয়া হয়েছে। আরেকটি মামলা চলমান আছে যেটির সাথে সংশ্লিষ্ট ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত করা হচ্ছে।

ওঠে এসেছে হলিডে মার্কেট স্থাপন অগ্রগতি:

বায়েজিদে গণপূর্ত অধিদপ্তরের উদ্ধারকৃত জায়গায় হকারদের জন্য হলিডে মার্কেট স্থাপনের বিষয়ে একটি প্রতিবেদন প্রণয়ণের কথা জানান গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রমিজুর রহমান। প্রতিবেদনটির বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

হালিশহরে পানির সংকট কমাতে নতুন প্রকল্প:

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে পানির সংকট কমাতে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে বলে সভায় জানান চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী আবদুর রউফ। এছাড়া ৪০ ও ৪১ নং ওয়ার্ডেও পানির সঙ্কট কমাতে কাজ করবে ওয়াসা।

সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী, দরপত্র কমিটির কার্যবিবরণী এবং স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী অনুমোদিত হয়। স্ট্যান্ডিং কমিটির সভাপতিরা তাদের নিজ নিজ স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী পেশ করেন। সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, প্যানেল মেয়র, কাউন্সিলরসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধান এবং নগরীর বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল