বিকাল ৫:৩৮, মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আক্রমণের খবর আগেই জানত যুক্তরাষ্ট্র, তবে ইসরায়েলকে সমর্থন দেয়নি ওয়াশিংটন: মার্কিন মিডিয়া

আজকের সারাদেশ প্রতিবেদন:

ইরানে যে ইসরায়েল আক্রমণ করবে, তা আগেই জেনেছিল যুক্তরাষ্ট্র। তবে আক্রমণে ওয়াশিংটন সমর্থন দেয়নি কিংবা আক্রমণ সফল করতে কোনো ভূমিকা রাখেনি দাবি দেশটির কর্তৃপক্ষ। ওয়াশিংটনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন মাধ্যমগুলো এমন খবর প্রকাশ করছে।

আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসি ও সিএনএন বলেছে, এ হামলা সম্পর্কে ওয়াশিংটনকে আগেই জানিয়েছিল ইসরায়েল। একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন বলেছে, কোনো পারমাণবিক স্থাপনা হামলার লক্ষ্য ছিল না। ইসরায়েল বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল, আগামী দিনে তারা ইরানে পাল্টা আক্রমণ চালাবে। আমরা এই পাল্টা আক্রমণে সমর্থন দিইনি।

ইসরায়েলের আক্রমণের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি। এএফপির এক প্রশ্নের জবাবে পেন্টাগনের ডিউটি ডেস্ক বলেছে: ‘এই মুহূর্তে আমাদের বলার মতো কিছু নেই।’

এদিকে কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানের কাছে বিস্ফোরণের আওয়াজ পাওয়ার পর ইরান বেশ কয়েকটি শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের শিকার হওয়ার পর ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছিল, তারা পাল্টা আক্রমণ করবে। ইরানের সিংহভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্রই অবশ্য ঠেকিয়ে দেওয়া হয়েছিল।

দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার সপ্তাহ দুয়েক পর ইসরায়েলে এ হামলা চালায় তেহরান। অভিযোগ রয়েছে, দামেস্কের হামলার পেছনে ইসরায়েল রয়েছে।

এদিকে ইসরায়েলের হামলার পর দেশজুড়ে দেওয়া বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। হামলার মুখে দেশটির কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

ইসফাহানে বিস্ফোরণের খবর পাওয়ায় ইরানের বেশিরভাগ অংশজুড়ে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল।

ইরানে প্রথম ইসরায়েলি হামলা:

শুক্রবার (১৯ এপ্রিল) ইতিহাসে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালায় ইসরায়েল। বিশ্লেষক ও পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করছেন, ইসরায়েল ও তেহরানের মধ্যকার উত্তেজনার ফলে ইসরায়েল-গাজা যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

এদিকে ইসরায়েলের হামলার খবর আসার পরই বেড়ে গেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ফিউচার ২ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৮৮.৮৬ ডলারে উঠে গেছে প্রতি ব্যারেলের দাম। এছাড়া সোনার দাম বেড়েছে ১ শতাংশ।

সূত্র: এনবিসি, সিএনএন

আজকের সারাদেশ/জেএম

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক