আজকের সারাদেশ প্রতিবেদন
কুড়িয়ে পাওয়া আইফোন-১৪ প্রো ম্যাক্স মাকিকের কাছে ফিরিয়ে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৬-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নবোদয় চাকমা। হারানো মোবাইল ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত আমেরিকা প্রবাসী মো. আরিফ। মোবাইলটির বর্তমান বাজার মূল্য রয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
চবি শিক্ষার্থী নবোদয় চাকমা বলেন, গতকাল মঙ্গলবার বিকালে জীববিজ্ঞান অনুষদের ওইদিকে হাঁটতে গিয়েছিলাম। তখন রাস্তায় আইফোনটি পড়ে থাকলে দেখলাম। পরে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করি। তার একটু পরেই হারানো মোবাইলটিতে কল আসে। তখন মোবাইল মালিকের সঙ্গে কথা হয়। কিছুক্ষণ পর এসে উনি মোবাইল নিয়ে যান৷
নবোদয় চাকমা বলেন, আমি জাস্ট আমার কর্তব্য পালন করেছি। যার ফোন তাকে ফেরত দিতে পেরেছি। এতে আমি অনেক খুশি।
জানা যায়, মোবাইলের মালিক মো. আরিফ একজন আমেরিকা প্রবাসী। গতকাল তিনি ক্যাম্পাসে মোটরসাইকেল চালানো শিখছিলেন। তখন জীববিজ্ঞান অনুষদের ওইদিকে মোবাইলটি পড়ে যায়।
হারানো মোবাইলটি পেয়ে আনন্দিত মো. আরিফ। তিনি বলেন, মোটরসাইকেল চালানোর সময় বেখেয়ালে মোবাইলটি পড়ে যায়। এ নিয়ে টেনশনে ছিলাম। কোথায় পড়েছে চিহ্নিত করতে পারছিলাম না। পরে আরেক মোবাইল থেকে কল দিলে নবোদয় নামে এক ভাই ধরেন এবং তিনি মোবাইলটি ফিরিয়ে দেন।
আজকের সারাদেশ/ইই/এমএইচ