সকাল ১০:৩২, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দরদাম করায় চবি শিক্ষার্থীর মাথা ফাটাল সবজি বিক্রেতা

আজকের সারাদেশ প্রতিবেদন
বাজার করতে এসে দরদামের একপর্যায়ে কথা কাটাকাটি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে এক সবজি বিক্রেতাসহ বেশ কয়েকজন স্থানীয় লোকজন। এতে করে ঐ শিক্ষার্থীর মাথা ফেটে যায়। মারধরের শিকার আনাস মাহদী চবির চারুকলা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ২ নং ফটকে বাজার করতে আসেন ওই শিক্ষার্থী। দোকানির সাথে দামাদামির এক পর্যায়ে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে ওই শিক্ষার্থীর ওপর হাত তুলেন দোকানি। এসময় পাশ থেকে আরও কয়েকজন এসে মারধর করেন শিক্ষার্থীকে। এতে করে মাথা ফেটে যায় ভুক্তভোগীর।

মারধরের শিকার আনাস মাহদী বলেন, প্রতিদিনের মতোই আমি বাজার করতে ২ নং গেটে যাই। রহমানিয়া হোটেলের পাশের একটি দোকানে বাজার করতে গেলে দাম বেশি চায় শামসুদ্দিন নামের ওই দোকানি। তখন কথা কাটাকাটির একপর্যায়ে আমাকে ওই দোকানি ও কয়েকজন মিলে মারধর করে। আমার মাথা ফেটে গেছে।

আনাস মাহদী আরও বলেন, পরবর্তীতে খোঁজ পেয়ে আমার কিছু বড় ভাই ও প্রক্টর স্যার আসেন। চবি মেডিকেলে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি এ ঘটনার বিচার চাই।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন,  মারধরের ঘটনা শুনে আমি তাৎক্ষণিক সেখানে যাই। পরে স্থানীয় দোকানদের সাথে কথা বলে তাকে (ভুক্তভোগী) মেডিকেলে পাঠাই। সে হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করেছে।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী