সকাল ৮:১৮, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

৫৪ হাজার ভোট পেয়ে ঝিনাইদহ সদরের ভাইস চেয়ারম্যান হলেন বর্ষা হিজড়া

আজকের সারাদেশ প্রতিবেদন
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্ষা হিজড়া বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে জেলায় তিনজন তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

এর আগে ঝিনাইদহের কালীগঞ্জে ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদে নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান ও কোটচাঁদপুর উপজেলায় পিংকী খাতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁরা এখনো দায়িত্ব পালন করছেন।

এবারের ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের একজন ছিলেন তৃতীয় লিঙ্গের বর্ষা হিজড়া। নির্বাচনে তিনি প্রজাপতি প্রতীক নিয়ে ৫৪ হাজার ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারতী দত্ত হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৩৫২ ভোট। এ ছাড়া অন্য দুই প্রার্থী পাপিয়া সমাদ্দার কলস প্রতীকে ১৪ হাজার ৭৩৪ ভোট ও মাহফুজা তাহের ফুটবল প্রতীকে ১০ হাজার ৯১৩ ভোট পেয়েছেন। হিসাব অনুযায়ী, বর্ষা হিজড়া প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩০ হাজার ৯০৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোটে জয় লাভের পর বর্ষা জানিয়েছেন, সমাজ থেকে বৈষম্য দূর করে গরিব-মেহনতি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করাই তাঁর লক্ষ্য। তিনি বলেন, মানুষের সেবা করার যে মনোভাব নিয়ে তিনি এগিয়ে চলেছেন এই বিজয় তারই ফল।

ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার আলিজান মীর ও আছিয়া বেগমের ৫ সন্তানের মধ্যে বর্ষা সবার ছোট। হলফনামা অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নবনির্বাচিত বর্ষা হিজড়া বলেন, হিজড়া পরিচয় নিয়ে বাঁচা অত্যন্ত কঠিন। সমাজে তাঁকে অনেক অপমান সইতে হয়েছে। সবার চেয়ে ভিন্ন হওয়ায় পেরিয়েছেন নানা প্রতিকূলতা। কিন্তু তিনি থেমে যাননি। সব সময় নিজেকে সমাজসেবায় জড়িয়ে রেখেছেন। অসহায় গরিব মানুষের পাশে থেকে জয় করেছেন তাঁদের মন। এবার তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে আরও দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বলে জানান। তিনি বলেন, তাঁর এই বিজয়ে হিজড়া সম্প্রদায়ের অন্যরা খুবই খুশি। অনেকে তাঁর বাড়িতে ছুটে এসেছেন, মিষ্টিমুখ করিয়ে গেছেন। মুঠোফোনে অভিনন্দন জানাচ্ছেন দূরদূরান্ত থেকে।

আজকের সারাদেশ/টিএইচ/এমএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী