সকাল ১০:২৮, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মহানবিকে কটুক্তিকারী সেই জবি শিক্ষার্থী তিথির ৫ বছরের কারাদণ্ড

আজকের সরাদেশ প্রতিবেদন:
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩১ অক্টোবর সিআইডির সাইবার মনিটরিং টিম দেখতে পায়, সিআইডির মালিবাগ কার্যালয়ের চতুর্থতলা থেকে তিথি সরকারকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে একটি মিথ্যা পোস্ট সামাজিক যোগযোগ মাধ্যমে শেয়ার করা হয়। প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনাই ঘটেনি।

এ ঘটনার তদন্তে নেমে নিরঞ্জন বড়াল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে দুই নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ২০২১ সালের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

পরে ৪ নভেম্বর ওই ঘটনায় তিথির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে বিরুপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবীতে কর্মসূচী পালন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বহিষ্কার করেন। এরপরই তার পরিবার দাবী করেছিল তিথি নিখোঁজ হয়েছেন। তবে পরে ২০২০ সালের ১১ নভেম্বর নরসিংদীতে তিথির স্বামী শিপলু মল্লিকের দূঃসম্পর্কীয় চাচা দেবাশীষ রায়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজকের সারাদেশ/এসআর/এমএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি