সকাল ১১:৫৫, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সভাপতি-সাধারণ সম্পাদক বিতাড়িত হওয়ার পর ছাত্রলীগের কমিটিও গেল

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের গুরুত্বপূর্ণ একটি ইউনিট চট্টগ্রাম কলেজ শাখা। নানা কারণে আলোচনায় থাকে এই শাখা। ২০১৫ সাল পর্যন্ত এ কলেজে শিবিরের আধিপত্য থাকলেও এরপর একক আধিপত্য গড়ে তোলে ছাত্রলীগ। তবে বিতর্কিত হয়ে পড়ে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি করে। অবশেষে নানা কারণে বিতর্কিত শাখাটির ৬ বছর আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর শাখা।

শনিবার (১৮ মে) চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়া দস্তগীরের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাংগঠনিক অনিয়ম এবং বিশৃঙ্খলার কারনে বিগত ১৭ সেপ্টেম্বর ২০১৮ সালে মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হল।

জানা যায়, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ২৫ সদস্যের নতুন কমিটিতে মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটি ঘোষণার পর উত্তাল হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।

পদবঞ্চিত নেতাকর্মীরা কলেজের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় গুরুত্বপূর্ণ ওই সড়কে চলাচলকারী লোকজনকে। এ সময় কলেজের ভেতরে-বাইরে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নগরীর জামালখান এলাকায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হলে সড়কে পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

আজকের সারাদেশ/জেএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত