সকাল ৮:৪৪, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়েবাড়িতে ছাত্রলীগ নেতার ‘বউ দেখা’ নিয়ে মারামারি

আজকের সারাদেশ প্রতিবেদন

বিয়েবাড়িতে গিয়ে ছাত্রলীগ নেতা বড় ভাইয়ের স্ত্রীকে দেখতে চেয়েছিলেন ছোট ভাই। কিন্তু বউ তখনো সাজগোজ না করায় দেখতে বাঁধা দেয় কনেপক্ষ। এরপর ‘আমার ভাবিকে আমি দেখব, আপনাদের সমস্যা কি’-বলতেই শুরু হলো মারধর।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিয়েবাড়িতে কনে দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই মারামারি হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামের এই ঘটনায় আহত হয়েছেন চাঁন মিয়া (৩৮)। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী গ্রামের বাসিন্দা। বরের ফুফাতো ভাই তিনি। তাঁকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাস আগে মধ্য কাইচাইল গ্রামের মো. পান্নু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের (২৩) সঙ্গে একই উপজেলার চরযশোরদী ইউনিয়নের নাগারদিয়া গ্রামের মো. মিরান তালুকদারের ছেলে শাহ আলম তালুকদারের (২৭) বিয়ে হয়। শাহ আলম তালুকদার বর্তমানে চরযশোরদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিয়ের আনুষ্ঠানিকতা সারতে গতকাল বিকেলে ১৩০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান শাহ আলম।

খাওয়া শেষে শাহ আলমের ছোট ভাই সজীব তালুকদার কনেকে দেখতে চান। তখন কনেপক্ষের লোকজন জানান, কনে এখনো সাজানো হয়নি, এখন দেখা যাবে না। তখন সজীব বলেন, ‘আমার ভাবিকে আমি দেখব, আপনাদের সমস্যা কি।’ এই নিয়ে কথা-কাটাকাটির মধ্যে বরের ফুফাতো ভাই চাঁন মিয়া এসে উচ্চ স্বরে বলেন, ‘আমাদের বউ আমরা দেখব, কে ফেরাবে, কার এত বড় সাহস।’ এই কথার পর কনেপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে চাঁন মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। এরপর বর ও কনেপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কনেকে নিয়ে বরযাত্রীসহ সন্ধ্যা সাতটার দিকে ওই বাড়ি ত্যাগ করেন বর শাহ আলম তালুকদার।

শাহ আলম তালুকদার বলেন, ‘অনেকে বলছেন, বরযাত্রায় মানুষ বেশি যাওয়ায় আমাদের মারধর করা হয়েছে। এ তথ্য ঠিক না। আমাদের সঙ্গে মেয়েপক্ষের কথামতো বরযাত্রী হিসেবে ১৩০ জনই ছিল। তবে খাওয়াদাওয়া শেষ হওয়ার পর বউ দেখা নিয়ে কথা-কাটাকাটি থেকে বিষয়টি চেয়ার ছোড়াছুড়ি ও মারধর পর্যন্ত গড়ায়।’ তিনি আরও বলেন, ‘যারা মারধর করেছেন, তাঁরা আমার শ্বশুরবাড়িরই দূরসম্পর্কের আত্মীয়। এ ঘটনায় আমরা ও আমার শ্বশুরবাড়ির লোকজন লজ্জিত ও বিব্রত।’

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি