দুপুর ১:২৭, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনজীরের আরও বিপুল সম্পদের খোঁজ, জব্দের নির্দেশ দিলেন আদালত

আজকের সারাদেশ প্রতিবেদন:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী সন্তানদের নামে থাকা আরও ১১৩ টি দলিলের সম্পদ জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে গুলশানের ৪টি ফ্ল্যাট জব্দ ও বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ মে) ঢাকা আদালতের স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার বেনজীর আহমেদের ৮৩টি দলিলের সম্পদ জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। সেসময় বেনজীর, তার স্ত্রী ও সন্তানের নামে থাকা ৩৪৫ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারী বেসরকারী ব্যাংকে থাকা ৩৩টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়। পরে তার আরও সম্পদের খোঁজ পাওয়ার পর দুদক সেসবও ক্রোকের আবেদন করে আজ। শুনানি শেষে আদালত নতুন খোঁজ পাওয়া সম্পদও জব্দের আদেশ দেন।

আদালতের এসব আদেশ দুদক বাস্তবায়ন শুরু করেছে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
বেনজীর ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাব ও র‍্যাবের সাবেক বর্তমান যে সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।র‍্যাবেরআদালতের এসব আদেশ দুদক বাস্তবায়ন শুরু করেছে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
বেনজীর ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাব ও র‍্যাবের সাবেক বর্তমান যে সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি