সকাল ৭:০৭, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হামাসের পাতা ফাঁদে প্রাণ গেল ৪ ইসরায়েলি সেনার

আজকের সারাদেশ প্রতিবেদন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাতা ফাঁদে পড়ে চার ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার (১১ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সদস্যরা একটি ভবনে বিস্ফোরক দিয়ে ফাঁদ পেতেছিলেন। সেখানে ইসরায়েলি সেনারা প্রবেশের পর ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এরপর এটি ধসে পড়ে চার সেনা প্রাণ হারান।

এই চারজনের মৃত্যুর মাধ্যমে গাজায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনে ৩০০ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। যিনি গত শনিবার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে জিম্মি উদ্ধার অভিযানে প্রাণ হারান।

সর্বশেষ যে চার সেনা নিহত হয়েছেন তাদের সবাই গিভাতি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য ছিলেন। তাদের মধ্যে দুইজনের প্রশিক্ষণ সময়ও শেষ হয়নি। এর আগেই যুদ্ধের ময়দানে গিয়ে তাদের প্রাণ হারাতে হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই সেনারা রাফার সাবোরা নামের একটি এলাকার ‘সন্দেহজনক’ ভবনে যান। ভবনটিতে হামাস ফাঁত পেতে রাখতে পারে এমন সন্দেহে প্রথমে সেখানে তারাই একটি বিস্ফোরক ছুড়ে মারেন। যেন কোনো বিস্ফোরক থাকলে সেটিও বিস্ফোরিত হয়। তবে ওই সময় কোনো বিস্ফোরণ হয়নি। এরপর সেনারা এটিতে প্রবেশ করেন।

তিন তলা ওই ভবনটিতে দুই সেনা প্রবেশের পরই হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটি ধসে পড়ে চারজন নিহত ও সাতজন আহত হন। যার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

আইডিএফ জানিয়েছে, পরবর্তীতে ভবনটির ভেতর তারা একটি সুড়ঙ্গ খুঁজে পায়। যার অর্থ ভবনটিতে হামাসের যোদ্ধারা ছিলেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু