সকাল ১১:৫৬, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সুপার এইটের যেসব ম্যাচের দায়িত্বে থাকছেন বাংলাদেশী আম্পায়ার সৈকত

আজকের সারাদেশ প্রতিবেদন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সুপার এই এইটের তিন ম্যাচে পরিচালনা পর্ষদে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে এসব ম্যাচে তিনটি ভিন্ন ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের এই আম্পায়ারকে।

দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে অ্যান্টিগায় গত বুধবার শুরু হয়েছে এবারের বিশ্বকাপের সুপার এইট পর্ব।

আইসিসি নিজেদের ওয়েবসাইটে সুপার এইটের ১২ ম্যাচের ম্যাচ পরিচালকদের নাম প্রকাশ করেছে। ২০ জুন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকত থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। সেন্ট লুসিয়ার ম্যাচটিতে জেফ ক্রো থাকছেন ম্যাচ রেফারি হিসেবে। মাঠের আম্পায়ার থাকছেন নিতিন মেনন ও আহসান রাজা। ক্রিস ব্রাউন এই ম্যাচের চতুর্থ আম্পায়ার। পরের দিন সৈকত মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

এছাড়া ২২ জুন সেন্ট লুসিয়ায় মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। সৈকতের সঙ্গে এই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন ব্রাউন। এই ম্যাচের ম্যাচ রেফারি, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার জোয়েল উইলসন ও ক্রিস গাফানি। গ্রুপ ‘টু’র আরেক ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের চতুর্থ আম্পায়ার হচ্ছেন সৈকত। অ্যান্টিগার ম্যাচটিতে মাঠের আম্পায়ার থাকছেন রডনি টাকার ও অ্যালেক্স হোয়ার্ফ। রঞ্জন মাধুগালে ও ক্রিস ব্রাউন এই ম্যাচের ম্যাচ রেফারি ও টিভি আম্পায়ার।

এদিকে বাংলাদেশের তিন ম্যাচে আম্পায়ার দায়িত্ব দেয়া হয়েছে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গোও, দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক, জিম্বাবুয়ের ল্যাংস্টন রুসেরে, শ্রীলঙ্কার কুমার ধর্মাসেনা ও ভারতের নীতিন মেননকে।

সুপার এইটে আগামী শুক্রবার (২১ জুন) বাংলাদেশের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। সে ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও মাইকেল গোও। তৃতীয় আম্পায়ার থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক। পরদিন শনিবার (২২ জুন) ভারতের বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গোও ও আদ্রিয়ান হোল্ডস্টক। তৃতীয় আম্পায়ার থাকবেন ল্যাংটন রুসেরে।

আর ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে থাকবেন ল্যাংটন রুসেরে ও নীতিন মেনন। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আদ্রিয়ান হোল্ডস্টক।

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত