আজকের সারাদেশ প্রতিবেদন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসাবে দায়িত্ব পেয়েছেন মেট্রোরেলের ডিআইজি মো. সাইফুল ইসলাম।
রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে সিএমপির বর্তমান কমিশনার কৃষ্ণ পদ রায়কে পুলিশ সদর দপ্তরে (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি) পদে পদায়ন করা হয়েছে। এছাড়া নয়জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়।
একইদিন পৃথক আরেক প্রজ্ঞাপনে ১৪ জেলায় নতুন এসপি পদায়ন করা হয়।