সন্ধ্যা ৬:৪৫, মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কাজের চাপে রোবটের আত্মহত্যা!

আজকের সারাদেশ প্রতিবেদন:

গত বুধবার দক্ষিণ কোরিয়ার একটি সিটি কাউন্সিলের প্রথম প্রশাসনিক রোবট সিঁড়ি থেকে পড়ে গিয়ে অকেজো হয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এটিকে দেশের প্রথম রোবট ‘আত্মহত্যা’ বলে বর্ণনা করেছে।

দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল জানিয়েছে, তাদের রোবট অফিসারটি গত সপ্তাহে দুই মিটার উঁচু সিঁড়ি থেকে নিচে পড়ার পরে অকেজো অবস্থায় পাওয়া গেছে। রোবটটি দৈনিক নথি সরবরাহ, শহরে প্রচারণার কাজ করা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদানের কাজে নিয়োজিত ছিল।

সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার আগে রোবটটিকে একই জায়গাকে কেন্দ্র করে ঘুরতে দেখেছেন। তবে রোবটটির পড়ে যাওয়ার সঠিক কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। রোবটটির ভেঙ্গে যাওয়া টুকরো সংগ্রহ করা হয়েছে এবং কোম্পানি সেটি বিশ্লেষণ করবে।

আরেক কর্মকর্তা বলেন, “রোবটটি আমাদের মতোই সিটি হলের অংশ হিসেবে বিবেচিত হত। এটি অধ্যবসায়ের সাথে কাজ করেছে।”

স্থানীয় সংবাদমাধ্যম রোবটের সম্ভাব্য আত্মহত্যা নিয়ে প্রশ্ন তুলেছে। কেন অধ্যবসায়ী সিভিল অফিসার এমন পদক্ষেপ নিয়েছে বা এর কাজের চাপ খুব বেশি ছিল কিনা?–প্রশ্ন সংবাদসমাধ্যম।

২০২৩ সালের আগস্টে শহরটিতে প্রথমবাবের মতো প্রশাসনিক দায়িত্বে রোবটটি নিয়োগ করা হয়েছিল। রোবট ওয়েটারদের জন্য পরিচিত ক্যালিফোর্নিয়া-ভিত্তিক রোবোটিক্স স্টার্টআপ বিয়ার রোবোটিক্স এটি তৈরি করেছিল। রোবটটি সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাজ করত এবং এর নিজস্ব সিভিল সার্ভিস অফিসার কার্ড ছিল। এক তলায় সীমাবদ্ধ বেশিরভাগ রোবটের বিপরীতে, গুমি সিটি কাউন্সিলের রোবট লিফট ব্যবহার করতে পারত এবং স্বাধীনভাবে মেঝেতে চলাচল করতে পারত।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিক্স এর তথ্যমতে, দক্ষিণ কোরিয়া রোবট ব্যবহারে বিশ্বব্যাপী এগিয়ে রয়েছে। প্রতি ১০ জন কর্মচারীর জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল (শিল্প) রোবট রয়েছে দেশটিতে। বর্তমানে গুমি সিটি কাউন্সিলের দ্বিতীয় রোবট অফিসার চালু করার কোন পরিকল্পনা নেই বলে এএফপি জানিয়েছে।

সূত্র: এএফপি

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক