আজকের সারাদেশ প্রতিবেদন
সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে আগত ভক্তদের মাঝে শরবত বিতরণ করেছে চট্টগ্রাম নগরের চান্দগাও থানা ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী সাহেদ।
রোববার (৭ জুলাই) বিকালে নগরের বিভিন্ন স্থানে রথযাত্রায় আগতদের মাঝে তিনি এই কর্মসূচি পালন করেন। এসময় রথযাত্রায় অংশ নেওয়া অনেকেই ছাত্রলীগ নেতার শরবত খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের পক্ষ থেকে তিনি এই আয়োজন করেন। এদিন শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে নগরের গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার সকালে শ্রীশ্রী জগন্নাথদেবের পূজা, ধর্মীয় কীর্তনের শুরু হয়। দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাশোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোয়াছিবাগানের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে এসে শেষ হয়। সাতদিন ওই মন্দিরে পূজা শেষে আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে পুনরায় বিগ্রহ স্থাপন করা হবে।