ভোর ৫:২১, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় ৭১২ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

আজকের সারাদেশ প্রতিবেদন:

বন্যার কারণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রায় চার জেলার প্রায় ৭১২টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এর মধ্যে রংপুর বিভাগের তিন জেলায় পাঠদান বন্ধ রয়েছে ৪৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে। সিলেট জেলায় বন্ধ রয়েছে ২৭৩টি প্রাথমিক বিদ্যালয়। শুধু প্রাথমিক নয়, সিলেট জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানও পাঠদান বন্ধ রয়েছে। মূলত বন্যায় প্লাবিত হওয়ায় এবং আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করায় বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের অন্যান্য এলাকার মতো রংপুর অঞ্চলে বৃহস্পতিবার ৪৮ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে।

প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টির ফলে বিভাগে এখন পর্যন্ত ৪৪০টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ আছে। এর মধ্যে ৫০টি বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।’

প্রাথমিক শিক্ষা রংপুরের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের তথ্যমতে, বন্যায় রংপুর বিভাগের তিন জেলার ১৬টি উপজেলার ৪৪০টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এরমধ্যে ৫০টি বিদ্যালয় বন্যার্তদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাকিগুলোয় পাঠদান বন্ধ রয়েছে পানি ওঠার কারণে।

কুড়িগ্রাম জেলায় পাঠদান বন্ধ আছে ২৮১টি বিদ্যালয়ে। এর মধ্যে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে ২৫টি বিদ্যালয়। গাইবান্ধার চার উপজেলার পাঠদান কার্যক্রম বন্ধ আছে ১৪৮টি বিদ্যালয়ে। এর মধ্যে ২৫টি বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। রংপুর জেলার চার উপজেলায় ১০টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। লালমনিরহাট জেলায় পাঠদান বন্ধ আছে একটি বিদ্যালয়ে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দি চরে অবস্থিত দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আটদিন ধরে বিদ্যালয় বন্ধ আছে। নতুন করে যমুনা নদীর পানি বেড়েছে। পানি না কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুধু পানি কমলেই হবে না, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে বসা এবং পাঠদানের পরিবেশ সৃষ্টি হতে আরো কিছুটা সময় লাগবে।’

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের নায়ের চরে অবস্থিত গৌড়মোহনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবেদা খাতুন বলেন, ‘আমাদের স্কুল উঁচু স্থানে অবস্থিত। প্রায় এক সপ্তাহ ধরে ১০টি পরিবার এখানে আশ্রয় নিয়েছে। তারা যাওয়ার পর পাঠদান শুরু হবে।’

এদিকে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হচ্ছে সিলেটেও। জেলায় কুশিয়ারা তীরবর্তী প্রায় পাঁচ হাজার গ্রাম এখনো বন্যাকবলিত। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ব্যবহৃত হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্যমতে, জেলায় ১ হাজার ৪৭৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৭৩টিতে পাঠদান বন্ধ রয়েছে।

সিলেট জেলা শিক্ষা কার্যালয় তথ্যমতে, জেলায় ৬৭৩টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা রয়েছে। বন্যার কারণে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ থাকা ৬৬ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওসমানীনগর উপজেলায় ২১টি, বালাগঞ্জ উপজেলায় ১৪, ফেঞ্চুগঞ্জ উপজেলায় পাঁচ, জকিগঞ্জ উপজেলায় পাঁচ, বিয়ানীবাজার উপজেলায় ১১, গোলাপগঞ্জ উপজেলায় আট ও দক্ষিণ সুরমা উপজেলায় দুটি।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বলেন, ‘বন্যার কারণে সিলেটের বিভিন্ন উপজেলায় ২৭৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। আমরা বন্যা-পরবর্তী পাঠদানের বিশেষ পরিকল্পনা করে রেখেছি।’

সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘বন্যার কারণে ৬৬টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা বন্ধ রয়েছে। শিখন ঘাটতি পূরণে এখনই কিছু ভাবা যাচ্ছে না, আগে পানি কমতে হবে। খুললেই এ নিয়ে ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’

আজকের সারাদেশ/জেএম

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী