ভোর ৫:৩৩, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

আজকের সারাদেশ প্রতিবেদন

ট্রেন ছিটকে পড়া গাঁজা কুড়াচ্ছে অর্ধশতাধিক মানুষ। বিষয়টি আজব মনে হলেও এমন ঘটনাই ঘটেছে নাটোরের নলডাঙ্গায়।

শনিবার (১৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাধনগরে এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ২৫৩ নং পিলারের কাছে কয়েক কেজি গাঁজা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পড়লে লোকজন সেখানে ভিড় জমায় এবং সেগুলো কুড়িয়ে নিয়ে যায়।

মাধনগর এলাকার বাসিন্দা রাকিব হোসেন বলেন, ধারণা করছি রাতের কোনো এক সময় এই গাঁজাগুলো ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। এখানে একটি গাঁজার ব্যাগ ছিল আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ি ছিলো প্রচুর গাঁজা। অনেকে আসছে এবং এগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে।

মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন জানান, সকালে রেলস্টেশনের দক্ষিণে ঠিক মাছের আড়তের কাছে প্রচুর লোক দেখা যায়। পরে জানা যায় সেখানে মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে তারা। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তারা তদন্ত করে দেখছে।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি, সম্ভবত রাতে ট্রেন থেকে মাদকদ্রব্যগুলো ফেলে দেওয়া হয়। সকালে স্থানীয়রা সেখানে গিয়ে ওগুলো কুড়ায়। বিষয়টি রেলওয়ে পুলিশের লোকজন দেখছে।

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী