চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) বেলা ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিভাগের করিডোরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন এর পৃষ্ঠপোষকতায় এবং একাউন্টিং কমিউনিকেশন ক্লাবের সহযোগিতায় হিসাববিজ্ঞান বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে। হিসাববিজ্ঞানের গুরুত্বকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে এবং এই বিষয়ে তাদের আগ্রহ ও সচেতনতা বাড়াতে আয়োজনটি বিশেষ গুরুত্ব পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন ও বিভাগের শিক্ষকবৃন্দ।
হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে হিসাববিজ্ঞানের ক্ষেত্রে আরও সচেতনতা এবং গভীর আগ্রহ সৃষ্টি করে, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পেশাগত জীবন এবং নৈতিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বাড়ায়, যা একজন দক্ষ হিসাববিদ হিসেবে তাঁদের গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে।