আজকের সারাদেশ প্রতিবেদন:
জামায়াত নেতা মওলানা সাঈদীর মৃত্যুতে ফেসবুকে ‘ইন্না-লিল্লাহ’ লিখে এবার চাকরি হারালেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষক আবু ছালেহ মো. যোবায়ের।
বুধবার (১৬ আগস্ট ) মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন আজাহারীর সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
অব্যাহতিপ্রাপ্ত আবু ছালেহ মু. যোবায়ের মাদ্রাসাটির ইবতেদায়ী শিক্ষক (গণিত) পদে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন।
চিঠিতে বলা হয়, ‘আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনি অত্র মাদরাসায় ইবতেদায়ী শিক্ষক (গণিত) হিসাবে ১২ মার্চ হতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় অস্থায়ীভাবে কর্মরত। অত্র মাদরাসার কোন শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না। আপনি নিয়োগপত্রের ৪ ও ৬ নম্বর শর্ত ভঙ্গ করেছেন এবং আপনি জামায়াতে ইসলামির রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন বিধায় আপনাকে ইবতেদায়ী শিক্ষক (গণিত) পদ হতে ১৬ আগস্ট থেকে অব্যাহতি প্রদান করা হল।’
অভিযুক্ত শিক্ষক যোবায়ের আজকের সারাদেশকে বলেন, আমার সাইদী হুজুরকে ভাল লাগতো। তাই আমি তার মৃত্যুতে একটি ছবি শেয়ার করে ‘ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন’ লিখে ফেসবুকে পোস্ট করেছিলাম। এই জন্য আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে আমি কিছু মনে করি না। রিজিকের মালিক আল্লাহ। একদিকে চাকরি গেলে অন্য দিকে আবার হয়ে যাবে। আমি কোন জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত নই। তারপরেও আমাকে জামায়াত-শিবির বলছে অনেকে।
এবিষয়ে জানতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দীন আজাহারীর ফোনে কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
আজকের সারাদেশ/১৭আগস্ট