সকাল ৬:১৮, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট দিতে কেন্দ্রে আসার জন্য ভোটারদের বুঝানো হচ্ছে: সিইসি

আজকের সারাদেশ প্রতিবেদন:

ভোটারদের কোনো চাপ নয়, বরং ভোট দিতে কেন্দ্রে আসার জন্য তাদের বুঝানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘৭ জানুয়ারি হ‌তে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ভোট দেয়ার জন‌্য ভোটার‌দের চাপ হচ্ছে না। ভোট দিতে কেন্দ্রে আসার জন্য তাদেরকে বুঝানো হচ্ছে।’

বৃহস্প‌তিবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে বি‌দে‌শি কূটনী‌তিকরা জানতে চান যে আসন্ন নির্বাচনে ভোটদানে ভোটারদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে কি না। জবাবে সিইসি তাদেরকে বলেন যে ভোট দিতে ভোটারদের কোনো ধরনের চাপ দেয়া হচ্ছে না।

বি‌দে‌শি দূত‌দের ব্রিফিং শে‌ষে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘আমরা যখনই নির্বাচন করি, ভোটার সাধারণের কাছে একটা আবেদন রাখি এবং সেটা আমাদের দায়িত্বের অংশ। ভোটারদের আমরা বলি- আপনারা ভোটকেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করবেন। সেটা চাপ নয়, এটা হচ্ছে সচেতনতা।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘চাপের কথা যদি বলেন তাহলে অন্যদিক থেকে হতে পারে। যেমন- একটি বয়কটিং দল (বিএনপি) ভোট বর্জন করছে এবং ভোটারদের প্রতি তাদের আবেদন- আপনারা যাবেন (ভোটকেন্দ্র) না। তাহলে ভয়ে একটা চাপ সৃষ্টি হতে পারে। এটা তাদের (বিদেশি কূটনীতিক) ব্যাখ্যা করেছি।’

আজকের সারাদেশ/০৪জানুয়ারী/এএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী