সকাল ১০:৩২, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সদস্য পরিচয়ে চাঁদাবাজি

অভিযুক্ত গোলাম রহমান

আজকের সারাদেশ প্রতিবেদন:

ফেইক আইডিতে আপত্তিকর ছবি-ভিডিও আপলোড করার হুমকি দিয়ে কক্সবাজারের পেকুয়ায় কতিথ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্যের পরিচয়ে এক গৃহবধূর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে গোলাম রহমান (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই গৃহবধূ পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, কিছুদিন পূর্বে গোলাম রহমান নামের এক ব্যক্তি ০১৬২৪৯৬৮৫৫১ নম্বর থেকে ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্য বলে পরিচয় দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গৃহবধূর নামে একটি ফেইক আইডি আছে বলে জানান তিনি। যেখানে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি-ভিডিও ভেসে বেড়াচ্ছে। এতে এসব ছবি-ভিডিও অপসারণ করতে আঠারো হাজার টাকার প্রয়োজন বলে গৃহবধুকে জানান গোলাম রহমান। একপর্যায়ে সামাজিক মর্যাদা রক্ষার্থে গোলামকে ০১৮৫০৬৪১০০০ নম্বরের একটি বিকাশ একাউন্টে দশ হাজার টাকা পাঠান ওই গৃহবধূ।

অভিযোগপত্রে আরও বলা হয়, দশ হাজার টাকা পাওয়ার পরে গোলাম রহমান আরও টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গৃহবধূর নামে থাকা ওই ফেইক আইডিতে আপত্তিকর আরও ছবি-ভিডিও আপলোড করার হুমকি দেন ওই ব্যক্তি।

জানা গেছে, অভিযুক্ত গোলাম রহমান পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার হাছন আলীর ছেলে।

টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত গোলাম রহমান বলেন, আমি সাইবার ক্রাইম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। আমি ওই মহিলার কাছ থেকে টাকা নিয়েছিলাম তার উপকার করার জন্য। এখন তিনি না চাইলে টাকা ফেরত দেওয়া হবে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, সাইবার ক্রাইমের সদস্য পরিচয় দিয়ে গোলাম রহমান নামের এক যুবক টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারটি ওই গৃহবধূ আমাকে জানিয়েছিলো। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী