সকাল ৬:১৯, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ শ টাকা বৃদ্ধির পরদিন ১৭৫০ টাকা কমল স্বর্ণের দাম

আজকের সারাদেশ প্রতিবেদন:

দেশের বাজারে ১ হাজার ৪০০ টাকা মূল্য বৃদ্ধি করে রেকর্ড দাম নির্ধারণের পরদিন ভরিপ্রতি ১হাজার ৭৫০ টাকা কমেছে স্বর্ণের দাম। সে হিসাবে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ১০ হাজার ৬৯১ টাকা। বৃহস্পতিবার যা ছিল ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৪০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ভালো মানের এক ভরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়ায় এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। বলা হয়, পরদিন বৃহস্পতিবার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন নির্ধারিত এই দর ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড।

এর পরদিনই বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৫ হাজার ৪৬৬ টাকায় বিক্রি হবে।

বাজুসের এই ঘোষণার দিন বৃহস্পতিবার দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ ২২ ক্যারেটের ভরি ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেট ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৬ হাজার ৬৩২ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ২৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

আজকের সারাদেশ/১৮জানুয়ারী/এএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী