ভোর ৫:৫৮, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে উন্নয়নকাজে সেবা সংস্থাগুলোকে সমন্বয়ে করতে বললেন গণপূর্তমন্ত্রী

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে গৃহায়ণ, গণপূর্ত, সিডিএ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্পসহ সব উন্নয়নকাজে সমন্বয় করতে জোর দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৃহস্পতিবার (৮ ফ্রেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত-গৃহায়ণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘বৈঠকে কোনো সমস্যা নিয়ে আলোচনা হয়নি, আলোচনা হয়েছে সমাধান নিয়ে।’

মন্ত্রী বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য সিডিএর সঙ্গে বসিনি। কাজের প্রোগ্রেস নিয়েও বসিনি। আমি কিছু নীতিগত কথাবার্তা বলেছি। আমরা সকলে দেশপ্রেমের সাথে কাজ করি, আইনের বিধান মেনে কাজ করি। গৃহায়ণ, গণপূর্ত, সিডিএ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সকলের সাথে যেন সমন্বয় থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি।’ একইসঙ্গে জনপ্রতিনিধিদের সঙ্গে এসব সংস্থার যেন সমন্বয় থাকে তারও তাগিদ দেন মন্ত্রী।

চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিয়ে মন্ত্রী বলেন, ‘জলাবন্ধতার সমস্যা আমার নজরে থাকবে। চট্টগ্রামে আজকেই শেষ না, বারবার আসবো। যখন প্রয়োজন পড়বে তখনই আসবো।’

পতেঙ্গা সমুদ্রসৈকতে অবৈধ দখলদার হটানোর প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে সিডিএ চেয়াম্যানের সাথে আলাপ হয়েছে। বিষয়টি তিনি দেখবেন।’

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব কাজী ওয়াছি উদ্দিন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ আরও অনেকে।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী