ভোর ৫:৫৯, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিভাসু ছাত্রলীগের আয়োজনে ‘এক কাপ চা, একটি বই ও এক প্রজন্ম ভালোবাসা’

আজকের সারাদেশ প্রতিবেদন:

বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখা শিক্ষার্থীদের বই পাঠে উৎসাহিত করতে ‘এক কাপ চা, একটি বই এবং এক প্রজন্ম ভালোবাসা’ শিরোনামে ব্যতিক্রমী একটি আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শুভ চত্বরে এ আয়োজন করা হয়।

এসময় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বই বিনিময় কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইনন্সেস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মেধাভিত্তিক রাজনীতি চর্চায় বিশ্বাস করে। শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে নিজেদের একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারে এজন্য ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় নানা কর্মসূচির মাধ্যমে আমাদের সচেতন ও উৎসাহ প্রদান করে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইনন্সেস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শফিক আনাম বলেন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় সুন্দর ও বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চায় বিশ্বাস করে। এরই ধারাবাহিকতায় আজকের ‘এক কাপ চা, একটি বই এবং এক প্রজন্ম ভালোবাসা’ প্রোগ্রামটির আয়োজন।এ প্রোগ্রামে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আয়োজনকে সার্থক করে তুলেছে। আমি মনে করি ছাত্রলীগের এমন বুদ্ধিভিত্তিক প্রোগ্রাম সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার ঘটাবে এবং বই পাঠের মাধ্যমে আরও বেশি নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করবে।

এসময় আরও উপস্থিত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ইয়াছিনুর রহমান, আরাফাত মিশু, তানভীর শাহরিয়ার, আবি মুহাম্মদ রাওয়ান, জয়তু প্রমুখ।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী