রাত ৮:৫৩, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গাছ কেটে সাফ করার পর ঘুম ভাঙল বন বিভাগের!

আজকের সারাদেশ প্রতিবেদন

সংস্কারের নামে চট্টগ্রাম নগরীর গরীব উল্লাহ শাহ মাজার কবরস্থানের আশপাশের প্রায় সব গাছ কেটে সাফ করে ফেলা হয়েছে। গাছ কাটা শেষের পর খবর পেয়েছে বন বিভাগ। এরপর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটর সহায়তায় অভিযান চালিয়ে সেসব কাটা গাছ জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। তাঁদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. আবদুল মালেক।

জেলা প্রশাসন সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে গাছগুলো কাটা হচ্ছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করার সময়ও গাছ কাটতে দেখা যায়। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতির খবর পেয়ে গাছ কাটার সঙ্গে যুক্ত শ্রমিকেরা পালিয়ে যান।

বন বিভাগ ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া গাছগুলো কাটা হচ্ছিল বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। তাঁরা বলেন, ‘বনবিভাগের কাছে গাছ কাটার অনুমতি চেয়ে মাজার কর্তৃপক্ষ চিঠি দিয়েছিল কিন্তু অনুমতি পাওয়ার আগেই তারা গাছ কেটে সাফ করে ফেলেছে। খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করে গাছগুলো জব্দ করে বনবিভাগকে বুঝিয়ে দেই৷ গাছ কাটার ফলে পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বর্ষাকালে বৃষ্টি হলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে।’

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. আবদুল মালেক জানান, অন্তত ৪০ থেকে ৪২টি কড়ই, তুন গাছ বা সুরুজবেত গাছ কাটা হয়েছে। সবমিলিয়ে ২১৪ ঘনফুট গাছ জব্দ করা হয়েছে। এসব গাছের আনুমানিক মূল্য ৫৩ হাজার ৫০০ টাকা।

এ সময় মাজার কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে উপস্থিত এক ব্যক্তি জানান, নতুন কবর তৈরি করতে আশপাশের গাছগুলো কাটা হচ্ছিল। কবরের ভেতরে থাকা গাছের পাশাপাশি মাজারের পেছনের পাহাড়ের গাছগুলো কেটেও সাফ করে ফেলা হয়।

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত