ভোর ৫:১৭, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

এক পশলা বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম, নগরজীবনে স্বস্তি

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে গেলো কয়েকদিনের তীব্র গরমের মধ্যেই হঠাৎ ভিজিয়ে দিল একপশলা বৃষ্টি, সঙ্গে তীব্র ঝড়। এই ঝড়ো বৃষ্টিতে প্রায় ভেসে গেছে চট্টগ্রাম শহর।

রোববার (৭ এপ্রিল) সাড়ে ১২টার পর কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় ঝড়ো হাওয়া। শোনা যায় বজ্রপাতের শব্দ। একপশলা বৃষ্টিতে জনজীবনে নেমে আসে স্বস্তি।

আধা ঘণ্টার মতো এই বৃষ্টির সঙ্গে ছিল হিমেল হাওয়া। বাতাস ও বৃষ্টির কারণে নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।

সরেজমিন দেখা যায়, দুপুরে আঁধারে ঢেকে যাওয়া সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে থাকে গাড়ি। পথচারীর আশ্রয় নেন বিভিন্ন শপিং সেন্টার ও দোকানে। ভাসমান ব্যবসায়ী ও ফেরিওয়ালারা ব্যস্ত হয়ে পড়েন পণ্য সামলাতে। ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড হয়ে যায় অনেকের ছাদবাগান।

চকবাজারে নাজমুল হক নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, ‘অফিসের কাজে বাইরে বের হয়েছিলাম। হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলাম। কিন্তু গরমের মধ্যে এমন বৃষ্টিতে কিছুটা স্বস্তি লাগছে। কিন্তু পুরোপুরি ভ্যাপসা গরম কাটেনি। স্বস্তি ফিরে পেতে আরও বৃষ্টির দরকার রয়েছে।’

রিকশাচালক জহির উদ্দিন বলেন, ‘কয়েক দিনের গরমে ঠিক মতো রিকশা চালাতে পারিনি। আজ বৃষ্টি হওয়ায় অনেক ভালো লাগছে। গরম কিছুটা কমেছে।’

এদিকে আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী