রাত ১০:৫৪, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তামাকে বাড়তি কর, দাম বাড়ছে সিগারেটেরও

আজকের সারাদেশ ডেস্ক:

২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাক ও তামাকজাত পণ্য থেকে বাড়তি ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ ধরা হয়েছে। বাজেটে সিগারেটের সবগুলো মূল্যস্তর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে বাজেট পড়া শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব কটির মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করা হলেও বিড়িতে বাড়ানোর প্রস্তাব নেই। সিগারেটের মূল্য বাড়ানোর পাশাপাশি নিম্ন স্তরে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এত সিগারেটের দাম বাড়লেও অপরিবর্তিত থাকতে পারে বিড়ির দাম। তবে নিম্ন স্তরে সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় এই স্তরের সিগারেটের দাম বাড়বে সবচেয়ে বেশি।

সিগারেটের চার মূল্যস্তরের মধ্যে নিম্ন স্তরে মূল্য ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা, মধ্যম স্তরে ৬৫ থেকে বাড়িয়ে ৬৭, উচ্চ স্তরে ১১১ টাকা থেকে বাড়িয়ে ১১৩ এবং অতি উচ্চ স্তরে ১৪২ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০২০–২১ অর্থবছরে বিড়ির দাম ২৫ শতাংশ বাড়ানো হয়েছিল। তাই এবারের বাজেটে না বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

তামাকজাত পণ্যে কর:

তামাকজাতীয় পণ্য যেমন তরল নিকোটিন, ট্রান্সডার্মাল ইউজ নিকোটিন ইত্যাদি পণ্যের বিপরীতে ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ইলেকট্রনিক সিগারেট ও সমজাতীয় ইলেকট্রিক ভ্যাপোরাইজার ডিভাইসের দাম বাড়তে পারে।

নতুন কর হারের যৌক্তিকতা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এসব পণ্য এবং এর খুচরা যন্ত্রাংশের শুল্কহার সমান নয়। যন্ত্রাংশের শুল্কহার বাড়িয়ে মূল পণ্যের সমান অর্থাৎ ২১২ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

ভ্যাপ নামে পরিচিত মোটামুটি প্রচলিত ভ্যাপোরাইজার ডিভাইসকে ‘ক্ষতিকর’ হিসেবে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী। বিদায়ী ২০২২–২৩ অর্থবছরের বাজেটেও এতে বাড়তি করারোপ করা হয়।

প্রতিবছরই বাজেটে তামাকের ব্যবহার কমানোর কথা বলা হয়ে থাকে। এ জন্য করারোপও আগের বছরের চেয়ে বাড়ে। সেই সঙ্গে বাড়ে তামাক থেকে সরকারের রাজস্ব আয়।

২০১০-১১ অর্থবছরে তামাক ও তামাকজাত পণ্য থেকে সরকারের রাজস্ব আয় ছিল ৭ হাজার ৬৯১ কোটি টাকার বেশি। আর ২০২০-২১ অর্থবছরে এ আয় বেড়ে হয় ২৯ হাজার ৯৩৯ কোটি টাকার বেশি। ২০২১-২২ অর্থবছরে এ আয় ৩০ হাজার ৩৪৬ কোটি টাকা ছাড়ায়।

জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরে দেশে প্রিমিয়াম, উচ্চ, মাঝারি ও নিম্ন স্তরের ৭ হাজার ১৫৯ কোটির বেশি সিগারেট শলাকা বিক্রি হয়েছে। পরের বছর তা বেড়ে হয়েছে ৭ হাজার ৫৬৪ কোটির বেশি।

২০২২-২৩ অর্থবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ হাজার ১৯৫ কোটি সিগারেট শলাকা বিক্রি হয়েছে। যা মাসিক হিসেবে গত অর্থবছরের চেয়ে মাসিক হিসেবে ৮ দশমিক ৮৫ শতাংশ বেশি।

আজকের সারাদেশ/০১জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত