আজকের সারাদেশ প্রতিবেদন:
সিরাজগঞ্জে ভুয়া জন্ম সনদ দাখিলের ঘটনায় আদালতের আদেশ অমান্য করায় এক ইউপি চেয়ারম্যানকে ১০ টাকার অর্থদণ্ড অনাদায়ে একদিনের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
বৃহস্পতিবার জেলার কাজিপুর পারিবারিক আদালতের জজ ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. লোকমান হাকিম এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত চেয়ারম্যানের নাম মো. আনোয়ারুল ইসলাম। তিনি বগুড়ার ধুনট উপজেলার ১০ নম্বর গোপালনগর ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন।
আদালত সূত্র জানায়, ভুয়া জন্ম সনদ দাখিলের এক মামলায় চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলামকে তলব করেন আদালত। কিন্তু বারবার সময় দেয়া সত্ত্বেও তিনি আদালতে হাজির হননি।
এদিকে আদালতে উপস্থিত না হওয়া ও ভুয়া সনদের বিষয়ে ব্যাখ্যা না দেওয়ায় তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না-তা জানতে চেয়ে আদালত আরেক দফা কারণ দর্শানোর নির্দেশ দেন। কিন্তু তিনি আদালতের আদেশ অনুযায়ী সশরীরে হাজির হয়ে কারণ দর্শাননি। এরপর আদালতের আদেশ অমান্যের দায়ে চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলামকে ১০ টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চতি করে বেঞ্চ সহকারী সাব্বির হোসেনের বলেন, অভিযুক্ত চেয়ারম্যান সমন পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ভুয়া সনদ দেয়ার অভিযোগে ফৌজদারি মামলা দায়েরসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাদীপক্ষের আইনজীবী আবেদন করেন। পরে আদালত ফৌজদারি মামলা দায়েরের আবেদন নাকচ করেন এবং অভিযুক্ত চেয়ারম্যানকে সংশ্লিষ্ট পারিবারিক আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দণ্ড দিয়েছেন। এছাড়া আদেশের কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকসহ অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমি গত ৩০ মে আদালতের একটি চিঠি ডাকযোগে পেয়েছি। ওই চিঠিতে ২৪ মে হাজিরার তারিখ ছিল। এছাড়া আদালতের কোনো চিঠি আমি পাইনি।
আজকের সারাদেশ /২ জুন/এসএম