রাত ১১:০২, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দরজার কব্জায় লুকিয়ে স্বর্ণ এনে গোয়েন্দাদের হাতে ধরা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে অবৈধভাবে নিয়ে আসা এক কেজি স্বর্ণ, ৩ টি মোবাইল ও দুটি ল্যাপটপসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

রোববার সকাল পৌনে নয়টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দাদের (সিআইআইডি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম আব্দুল করিম সজন। ফেনীর পরশুরাম এলাকার বাসিন্দা তিনি।

তাকে আটক ও অবৈধভাবে নিয়ে আসা মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ।

এনএসআই জানায়, ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটে সকাল ৮ টা ১০ এর দিকে চট্টগ্রাম পৌঁছেন তিনি৷ পরবর্তীতে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে এনএসআই ও সিআইআইডি। এসময় তার ব্যাগ থেকে দরজার কব্জার ভেতর কৌশলে লুকানো অবস্থায় ৭৪৬ গ্রাম ওজনের ১২ টি দণ্ডাকৃতির স্বর্ণের টুকরো, ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের একটি বার এবং ১০০ গ্রাম ওজনের কিছু স্বর্ণালংকার পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার স্বর্ণের ওজন ৯৬৩ গ্রাম, যার বাজারমূল্য ৮২ লাখ ৩২ হাজার ৪৩৩ টাকা। এছাড়াও ওই যাত্রীর ব্যাগ থেকে একটি আইফোন-১৪, একটি রেডমি ফোন ও একটি গুগল পিক্সেল মোবাইলফোন এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়৷ সব মিলিয়ে উদ্ধার মালামালের মূল্য ৮৫ লাখ ৩৫ হাজার ৪৩৩ টাকা।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলন, ‘অবৈধভাবে এসব পণ্য আমদানির মাধ্যমে বিপুল অংকের শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আজকের সারাদেশ /০৪ জুন/এএইচ/এসএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত