আজকের সারাদেশ প্রতিবেদন:
পুলিশের অনুমতি না মেলায় সোমবার পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার সকালে সংবাদ সম্মেলন ডেকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ।
জামায়াত নেতারা জানান, পুলিশ যেহেতু আজ কর্মদিবস ও অফিস আদালত সবকিছু খোলা থাকার যুক্তি দেখিয়ে তাদের কর্মসূচির অনুমতি দেয়নি, সে কারণে জামায়াত আজকের কর্মসূচি স্থগিত করে সাপ্তাহিক ছুটির দিনে আগামী শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
এর আগে রোবাবর সন্ধ্যায় জামায়াতকে সমাবেশ ও মিছিলের অনুমতি না দেওয়ার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। বিজ্ঞপ্তিতে অনুমতি না দেওয়ার কারণ সম্পর্কে বলা হয়, জানমালের নিরাপত্তা ও অফিস–আদালত খোলা থাকায় ৫ জুন জামায়াতের বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।
পুলিশের নিষেধ অমান্য করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে সমাবেশ করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানায় তারা।
তবে পুলিশের এমন অবস্থানেও রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের পূর্ব নির্ধারিত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় জামায়াত। তবে সোমবার সংবাদ সম্মেলনে কর্মসূচি স্থগিত করে শনিবার ছুটির দিনে পালন করার কথা জানিয়েছে দলটি।
আজকেরর সারাদেশ/০৫ জুন/এএইচ