রাত ১২:০৭, বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লিটনের ‘ফ্লাটে’ মিলল ১২০০ ইয়াবা, ১৪ কেজি গাঁজা

আজকের সারাদেশ প্রতিবেদন:

স্বামী-স্ত্রী মিলে বসতঘরটাকেই বানিয়ে ফেলেছিলেন মাদকের ‘আড়ত’। সেখান থেকে বিক্রেতাদের কাছে গাঁজা-ইয়াবা সরবরাহ করতেন দুজনে। স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসার বেশ প্রসারও ঘটিয়েছিলেন। গোপন সংবাদ পেয়ে সোমবার মধ্যরাতে সেই বসতঘরে হানা দেয় পুলিশের একটি দল।

সেটি আঁচ করতে পেরে স্ত্রীকে একা ফেলে চম্পট দেন স্বামী জাবেদ হোসেন প্রকাশ লিটন। আর পুলিশের হাতে ধরা পড়েন স্ত্রী কাজল ওরফে মর্জিনা। পরে এই নারীর দেয়া তথ্য অনুযায়ী বসতঘরে অভিযান চালিয়ে মিলে ১২০০ পিস ইয়াবা বডি ও ১৪ কেজি গাঁজা।

পুলিশ জানিয়েছে, মো. জাবেদ হোসেন প্রকাশ লিটন ও মর্জিনার বাড়ি নোয়াখালীর সুধারামে। স্বামী-স্ত্রী খুলশী থানার মাস্টার লেনের ঝিলের পাড় এলাকায় থাকেন। আটকের পর স্ত্রী ও পলাতক স্বামী দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়াদের একজন খুলশী থানার পাহাড়তলীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খাজা এনাম এলাহী। তিনি বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। বিক্রির জন্য ইয়াবা-গাঁজা সংরক্ষণ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। তবে অভিযানের বিষয়টি টের পেলে মাদকদ্রব্যসহ স্ত্রী মর্জিনাকে ফেলে পালিয়ে যায় স্বামী জাবেদ। পরে মর্জিনার দেয়া তথ্য অনুযায়ী খাটের নিচ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামি জাবেদকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

খুলশি থানা সূত্র জানায়, পলাতক আসামি জাবেদের বিরুদ্ধে মাদক আইনে এর আগে ৯টি মামলা হয়েছিল। গত পাঁচ বছরে এই মামলাগুলো হয়। এর মধ্যে আটটিই খুলশি থানায় হয়েছে। বাকি মামলাটি হয় মিরসরাই থানায়।

আজকের সারাদেশ/৬ জুন ২০২৩/জেএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত