সন্ধ্যা ৬:৪৯, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অপহরণের পর তরুণীকে ধর্ষণ,  ১ যুগ পর গ্রেপ্তার

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের হাটহাজারীতে এক নারীকে কৌশলে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৫ জুন) হাটহাজারী উপজেলার আব্বাসিয়া পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে মঙ্গলবার (৬ জুন) বিষয়টি গণমাধ্যমকে জানায় বাহিনীটি।

গ্রেপ্তার মো. করিম ড্রাইভার ওরফে হিরোইনসি করিম ওরফে হিরো একই উপজেলার ইছাপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, আসমি করিম ভোক্তভুগী তরুণীর প্রতিবেশী হওয়ার সুবাদে তরুণীর বাবা-মা করিমের মাধ্যমে তার জন্য একটি সোনার চেইন তৈরি করতে দেন। এর কিছুদিন পর ২০১০ সালের ২ এপ্রিল চেইনটি দেখানোর কথা বলে নিজের মাইক্রোবাসে করে তরুণীকে বাসা থেকে হাটহাজারীতে নিয়ে যায় করিম। পরবর্তীতে তাকে স্বর্ণের দোকানে না নিয়ে কৌশলে আরেক ব্যক্তির সহযোগীতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাছাবিল গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে এক সহযোগীসহ তরুণীকে রাতভর ধর্ষণ করে করিম। পরদিন সকালে আসামিরা তরুণীকে মাইক্রোবাসে করে নিয়ে হাটহাজীরর একটি নির্জন এলাকায় রেখে পালিয়ে যায়। এই ঘটনায় ভোক্তভুগী তরুণী বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যায় আসামিরা।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, ‘এই ঘটনায় দায়ের করা মামলার এজহারনামীয় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব। এক পর্যায়ে মামলাটির প্রধান আসামি করিম ড্রাইভারের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে হাটহাজারীর আব্বাসিয়া পুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে করিম।’

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/০৬জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত