বিকাল ৪:৪৬, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাদখোলা পর্যটক বাস পাচ্ছে বন্দরনগরী

হাবিব আরাফাত, চট্টগ্রাম

প্রথম বারের মতো পর্যটক বাস পেতে যাচ্ছে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট পতেঙ্গা সমুদ্র সৈকত ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নবনির্মিত ডিসি পার্ককে ঘিরে চলবে এই পর্যটক বাস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় নতুন এই পর্যটক বাসের ব্যবস্থাপনায় রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী ১০ জুন পর্যটকদের জন্য নতুন এই বাস সেবার উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন  উল্লাহ নুরী।

প্রথমিক পর্যায়ে বিআরটিসির দুটি দ্বিতল বাসকে পর্যটক বাস হিসেবে তৈরি করা হচ্ছে। এরমধ্যে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে একটি ছাদখোলা বাসও রাখা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরীর টাইগারপাস থেকে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে চলাচল করবে পর্যটক বাস দুটি। ছুটির দিনগুলোর মধ্যে শুক্রবার তিনবার ও শনিবার চারবার চলাচলের কথা রয়েছে। তবে ছুটিরদিনের বাইরে রবি থেকে বৃহস্পতিবার দিনে দুইবার টাইগার পাস থেকে ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে  আসা যাওয়া করবে নতুন এই পরিবহন।

প্রতিদিন বিকেল ৩ টা ও ৪ টায় নগরীর টাইগার পাস থেকে ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা করবে পর্যটক বাস। সন্ধ্যা ৭ টা ও রাত ৮ টায় শহরে ফিরবে বাস দুটি। তবে ছুটির দিনগুলোতে বিকেলের পাশাপাশি সকালেও চলাচল করবে এই দুই বাস। প্রতি শুক্রবার সকাল ৯ টায় টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্য যাত্রা করে বেলা ১২ টায় একই বাসে ফেরা যাবে শহরে। অন্যদিকে শনিবার সকাল সাড়ে ৯ টা ও সাড়ে ১০ টায় দুবার টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা করবে পর্যটক বাস। বাস দুটো পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগার পাসের উদ্দেশ্য ফিরতি যাত্রা করবে বেলা ১২ টা ও দুপুর ১ একটায়।

প্রতিটা বাসে চালকের সহকারী থেকে টিকেট সংগ্রহ করে পর্যটক বাসে ভ্রমণ করতে পারবেন যে কেউ।নাগালের মধ্যেই রাখা হয়েছে পর্যটক বাসের ভাড়া। শহরের অন্যান্য গণপরিবহনের মতো যেখানে সেখানে উঠানামা করতে পারবেননা এই বাসের যাত্রীরা। তবে টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার ক্ষেত্রে নগরীর জিইসি মোড় ও ২ নং গেইট এলাকা থেকেও তৎক্ষনাৎ টিকেট কেটে পর্যটক বাসে ভ্রমণ করতে পারবেন।

এই বিষয়ে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. আবু রায়হান দোলন বলেন, ‘টিকেটের জন্য এখনো কোনো কাউন্টার রাখা হয়নি। সরাসরি চালকের সহকারীর কাছে টিকেট পাওয়া যাবে। সমুদ্র সৈকতে যাওয়ার সময় জিইসি ও ২ নং গেইট এলাকা থেকেও চাইলে পর্যটকরা টিকেট কেটে বাসে উঠতে পারবেন। তবে গণপরিবহনের মতো যেখানে সেখানে নামতে পারবে না কেউ।’

এই বাসে টাইগার পাস থেকে সরাসরি পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে একজন পর্যটকের খরচ হবে ৭০ টাকা। তবে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগার পাসে ফেরা যাবে অর্ধেকেরও কম ভাড়ায়। পতেঙ্গা থেকে টাইগার পাসে ফিরতি টিকেটের মূল্য রাখা হয়েছে মাত্র ৩০ টাকা।

টাইগার পাস থেকে ডিসি পার্ক যাওয়ার টিকেটের মূল্য রাখা হয়েছে ৪০ টাকা। ডিসি পার্ক থেকে টাইগার পাসে ফেরাও যাবে সমমূল্যের টিকেটে। মাত্র ৩০ টাকার টিকেটে ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন পর্যটকরা। তবে ফিরতি পথে পর্যটকদের গুনতে হবে ৭০ টাকা।

বন্দরনগরী চট্টগ্রামের পর্যটন সম্ভাবনার কথা মাথায় রেখে পর্যটকদের আকৃষ্ট করতেই এমন উদ্যোগের কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার জামসেদ আলম রানা বলেন, ‘আপাতত দুটো বাস দিয়ে এটা শুরু করা হচ্ছে। তবে পর্যটকদের সাড়া পাওয়া গেলে বাস সংখ্যা আরো বাড়ানো হবে। আগামী ১০ জুন সকাল ১০ টায় সার্কিট হাউজে উদ্বোধনী অনুষ্ঠান ও বেলা ১২ টায় পতেঙ্গা সমুদ্র সৈকতে বাস চলাচলের উদ্বোধন হবে।’

পরবর্তীতে বাসের সংখ্যা বাড়লে টিকেট কাউন্টার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) মো. আবু রায়হান দোলন।

আজকের সারাদেশ/০৭জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত