আজকের সারাদেশ প্রতিবেদন:
ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন লিয়োনেল মেসি। খবরটা আর নতুন নয়। বুধবার রাতে আর্জেন্টাইন মহাতারকার যোগ দেয়ার খবরটি ছড়িয়ে পড়তেই আমেরিকার ঘরোয়া লিগ মেজর লিগ সকারে ইন্টার মায়ামির ম্যাচের টিকিটের দাম বেড়ে গেছে ১৪০০ গুণ। যে ম্যাচ অনেক কম অর্থে দেখা যেত, সেই ম্যাচের টিকিটই এখন কিনতে হবে লাখ টাকা দিয়ে। কিন্তু এতেও কমছে না চাহিদা। মোটামুটি আমেরিকানরা কাছ থেকে মেসিকে দেখার জন্য যেন গচ্ছা দিতে রাজি সব টাকাই!
এমন কিছু ম্যাচের টিকিটের দাম বেড়েছে, যেগুলোতে খেলবেন না মেসি। আগস্ট মাসে যে যে ম্যাচ খেলবে মায়ামি তারই টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। এক-একটি টিকিট বিক্রি হচ্ছে ৩০০ ডলারে। আগামী ২৬ আগস্ট নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে খেলবে মায়ামি। সেই ম্যাচের জন্যে টিকিটের দাম উঠেছে এতটাই! মাঠের একেবারে ধারে বসে মেসির খেলা দেখতে চাইলে খসাতে হবে ২০০০ ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় দুই লাখ। অথচ অন্য সময় এসব ম্যাচের টিকিটের দাম শুরু হয় মাত্র ২০ ডলারে।
শুধু এই ম্যাচটি নয়, মায়ামি আর যে ম্যাচগুলি খেলবে সেখানেও টিকিটের দাম আকাশচুম্বী। যতই মায়ামি পয়েন্ট তালিকায় সবার নীচে থাকুক না কেন, মেসি সব হিসেব পাল্টে দিয়েছেন। লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবের বিরুদ্ধে মায়ামির অ্যাওয়ে ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে ৩৮৩ ডলার (৩১,৭০০ টাকা) থেকে। অরল্যান্ডো সিটির বিরুদ্ধে ম্যাচের টিকিটের দাম শুরু ২০৬ ডলার থেকে। নিউ ইয়র্ক ম্যাচের টিকিটের দাম ১৯৫ ডলার থেকে শুরু। শিকাগো ফায়ার ম্যাচের টিকিটের দাম ২৩৫ ডলার থেকে শুরু।
আজকের সারাদেশ/০৮জুন/টিএইচ