রাত ১১:৫৯, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার পৌরসভার ভোট গ্রহণ শেষে চলছে গণনা

আজকের সারাদেশ প্রতিবেদন:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা।

সকাল থেকে পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, সৈকত বালুকা উচ্চ বিদ্যালয়, কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ইসলামিক রিসার্চ সেন্টার, মুহিউচ্ছুনাহ মাদরাসা কেন্দ্র, পৌরপ্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বায়তুশ শরফ ও ডিওয়ার্ড কেন্দ্রসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ঘুরে দেখা যায় অবাধ, সুষ্ঠু-সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

৩নং ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৫নং ওয়ার্ডে শাহাব উদ্দিন শিকদার,৮নং ওয়ার্ডে রাজবিহারী দাশ,৯নং ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, বেসরকারীভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী শাহেনা আক্তার পাখি বলেন, আশাহত হইনি। সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করছি। ভোট গণনা চলছে। বিজয়ের শতভাগ আশা নিয়ে অপেক্ষায় আছি।’

এরই মধ্যে ৪৩কেন্দ্রের ২৮ কেন্দ্র পর্যন্ত ভোট গণনা হয়েছে। এর মধ্যে বিপুল ভোটে এগিয়ে যাচ্ছে নৌকা।
২৮ কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা ২০,০৩৪ এবং নারিকেল গাছ ১৫,৩০৬।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, ‘ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা হচ্ছে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।’

প্রসঙ্গত, পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৫ হাজার ৩৮৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ১৮৪ জন ও নারী ভোটার ৪৫ হাজার ২০২ জন।

আজকের সারাদেশ/১২জুন/এসএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত